সঙ্কল্প দে, ২৯ মার্চঃ নদিয়ার কৃষ্ণগঞ্জে উদ্ধার ১২০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট ব্রীজ এলাকা দিয়ে দুই যুবক মোটর বাইকে চেপে গেলে তাদের আচরণ সন্দেহজনক বলে মনে হয় পুলিশের। তৎক্ষণাৎ বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ মাদক।
ধৃত দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারে, দুজনের নাম যথাক্রমে মানিক ঘোষ ও অভিজিৎ ঘোষ। তাদের একজনের বাড়ি কৃষ্ণগঞ্জ থানার খাটুরা ও অন্য জনের বাড়ি মথুরাপুর গ্রামে। নিষিদ্ধ ফেনসিডিলের বোতল গুলি ট্রেনে করে প্রথমে রানাঘাট থেকে মাজদিয়া স্টেশনে নিয়ে এসে তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার ছক কষছিল পাচারকারীরা। এরপরই তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে আর কোন বড় চক্র জড়িত আছে কি না, এই প্রশ্নের পাশাপাশি ফেনসিডিলের বোতলগুলিই বা কার কাছে পাচার করা হচ্ছিল, সেই বিষয়েটিও জানার চেষ্টা করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।