ইভিএম নিউজ ব্যুরোঃ মার্কিন মুলুকের আকাশসীমায় চীনের বেলুন উড়ে গিয়ে পড়াকে কেন্দ্র করে, আপাতত জোর কাজিয়া শুরু হয়েছে, বিশ্বের অন্যতম দুই শক্তিধর রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে। মার্কিন প্রশাসনের অভিযোগ, চিন বেলুন উড়িয়ে গুপ্তচরবৃত্তি চালানোর চেষ্টা করছে তাদের দেশে। এবার খানিকটা সেই একইরকম অভিযোগে কিছুটা উত্তাপ ছড়ালো, ভারত-চিন সম্পর্কে। অ্যাপের মাধ্যমে ভারতের অভ্যন্তরে নজরদারি চালাচ্ছে চিন। ঝুঁকে মুখে পড়ছে ভারতীয় নাগরিকদের তথ্যের নিরাপত্তার অধিকার। অভিযোগটা দীর্ঘদিন ধরেই উঠছে। আর এবার সেই অভিযোগে চীনের ২৩২টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জরুরী ভিত্তিতে নিষিদ্ধ করা সেই অ্যাপগুলির মধ্যে রয়েছে ১৩৮ টি ব্যাটিং অ্যাপ এবং ৯৪ টি লোন লিডিং অ্যাপ।
এই সমস্ত অ্যাপ থেকে ঋণ নিয়ে যাঁরা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেয় প্রশাসন। জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে বেশ কিছু তথ্য পেতেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ জারি করে। চিনের সঙ্গে এই অ্যাপ গুলির লিঙ্ক থাকার কারণে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অক্ষুণ্ণ হচ্ছে ওই অ্যাপ গুলোর জন্যে। তাই ১৩৮ টি বেটিং অ্যাপ এবং ৯৪ টি লোণ লিডিং অ্যাপ ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে দুই মন্ত্রালয়। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের অধীনে ৬৯ ধারায় ওই অ্যাপ গুলোকে ভারতের নিরাপত্তার জন্যে ক্ষতিকর বলে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। সূত্র জানিয়েছে যে, এই অ্যাপগুলি প্রায়শই লোকেদেরকে বড় আকারের ঋণে ফাঁসানোর জন্য ফাঁদ পাতে। যা গুপ্তচরবৃত্তি এবং প্ররোচনার হাতিয়ার হিসাবেও অপব্যবহার করা হয়। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই অ্যাপ ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনার পর থেকেই সজাগ হয় প্রশাসন।
