অরূপ পাল, ১২ ফ্রেব্রুয়ারিঃ প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল মধ্যপ্রদেশ। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের বাপি বাড়ি যা বলে রঞ্জি ট্রফির ফাইনালে মনোজ তিওয়ারি অ্যাণ্ড কোং। ২৪১ রানে শেষ মধ্যপ্রদেশ। ৩০৬ রানে জয়ী বাংলা।

দিনের শুরুতেই ঈশান পোড়েল আউট হওয়ার সঙ্গেই বাংলার ইনিংস ২৭৯ রানে শেষ হয়ে যায়। ৫৪৭ রান জয়ের জন্য দরকার, হাতে পুরো দিন এই লক্ষ্যে খেলতে নেমে মধ্যপ্রদেশ ফের নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। হিমাংশু মন্ত্রী(১৬), যশ দুবে(৩০),শুভম শর্মা(২৪),ভেঙ্কটেশ আইয়ার(১৯),আদিত্য শ্রীবাস্তব(২৯), সারাংশ জৈন(১২),কুমার কার্তেকেয়(৬),আবেশ খান(০) তাসের ঘরের মত বাংলার বোলারদের সামনে ভেঙে পড়লেন। বিশেষ করে প্রদীপ্ত প্রামানিকের ঘুর্ণির সামনে, মুকেশ কুমারের গতির কাছে। প্রথম ইনিংসের অপবাদ দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত ঝোড়ো ৬০ রানের অপরাজিত ইনিংসে দিয়েছেন। বল হাতে ইন্দোরে সামনে এল তাঁর সংহার মুর্তি।৫১ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষ কে ভাঙলেন। তার শিকারের তালিকায় শুভম, ভেঙ্কটেশ,কুমার কার্তেকেয়,আবেশ খান। গতির অস্ত্রে প্রতিপক্ষকে কুপোকাত করলেন মুকেশ কুমার। তার ঝুলিতে রজত পাতিদার এবং কুমার কার্তেকেয়র উইকেট। আকাশদীপ, শাহবাজ আহমেদের দখলে।

শেষ দিনের অর্ধেক সময় খরচ করে চ্যাম্পিয়নদের ভুলুন্ঠিত করল বাংলা। রজত পাতিদারের ৫২ একমাত্র লড়াকু ইনিংস।
রঞ্জি ফাইনাল ইডেনে ,ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। খেলা আঠেরো ফেব্রুয়ারি শনিবার

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর