ব্যুরো নিউজ, ৩০ ডিসেম্বর: দেশজুড়ে রেশন ধর্মঘট | বাড়ছে জট

২০২৪ সালের শুরুতেই দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দেওয়া হলো। কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ পুরনো দাবি নিয়ে এবার রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলারেরা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে ওই ধর্মঘটের ফলে ধাক্কা খাবে দেশের খাদ্য দ্রব্য গনবন্টনের ব্যবস্থা। খাদ্য দফতরের কোন কর্তাই এ ব্যপারে মন্তব্য করতে চাননি।

এবার বক্সার জঙ্গলেও বাঘের দেখা

গত শুক্রবার ধর্মতলায় খাদ্যভবনের সামনে তাঁদের অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখান রেশন ডিলারেরা। সারা দিন তাঁরা সেখনে ধর্নায় বসেন। আগামি ১৬ ই জানুয়ারি দিল্লীর রামলীলা ময়দানে তাঁরা একটি সমাবেশে যোগ দেবেন। তাঁদের এই অনুরোধে কান না দিলে তাঁরা এরপর বৃহত্তর আন্দোলনে নামবেন।

পাশাপাশি হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা ১ লা জানুয়ারি থেকে আর রেশনের মাল তুলবেন না। এর ফলেই রাজ্য ও কেন্দ্রীয় খাদ্য দফতরের কর্তাদের মুখের দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর