ইভিএম নিউজ ব্যুরোঃ প্রজাপতির পর নটীবিনোদিনী। অষ্টাদশ শতাব্দীর সাতের দশকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে আমূল বদলে গিয়েছিল, সেকালের অসামান্য মঞ্চাভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন। এহেন অভিনেত্রীর জীবনের নানা জানাঅজানা উপাখ্যান এবার হয়ে উঠল, চিত্রতারকা থেকে সাংসদ হয়ে ওঠা প্রযোজক দেব ওরফে দীপক অধিকারীর আগামী ছবির বিষয়। তা সেই নটীবিনোদিনীর নামভূমিকায় রুক্মিণী মৈত্রের নাম তো আগেই জানা গিয়েছিল। আর এবার যিনি তাঁকে অভিনয়ের সুযোগ দিয়ে পদপ্রদীপের আলোয় তুলে নিয়ে এসেছিলেন, সেই নাট্যাচার্য গিরিশ ঘোষের চরিত্র অভিনেতার নামও প্রকাশ্যে এল। অসামান্য সেই নাট্যকার ও নির্দেশকের ভূমিকায় দেবের এই আসন্ন ছবিতে দেখা যাবে, এখানে আরেক প্রতিবাদের অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। বিনোদিনীর দৃষ্টিভঙ্গিতে কেমন ছিলেন গিরীশ ঘোষ, সেটাই দেখানো হবে এই ছবিতে।
এখানেই শেষ নয়। বিনোদিনীর স্বামী রাঙাবাবুর চরিত্রে অভিনয়ের সুবাদে, বেশ কিছুদিন পর আবারও বাংলা ছবিতে ফিরে আসছেন, মুম্বাইয়ের অভিনেতা রাহুল বসু। দেব প্রযোজিত নতুন এই ছবির এটাও একটা চমক বলেই মনে করছেন, বাংলা ছবির সমালোচক মহল। পাশাপাশি বিনোদিনী দাসীর প্রেমিক কুমারবাহাদুরের চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে। আর সেদিনের সেই ঐতিহাসিক স্টার থিয়েটারের অন্যতম কর্তা গুর্মুখ রায়ের চরিত্রে অভিনয় করছেন প্রতিভাধর সঞ্চালক তথা অভিনেতা মীর।
নারী হয়েও শ্রীচৈতন্য-র চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদিনী। আর তা নিয়ে তৎকালীন সমাজে প্রথমে বাধা আর তারপর শোরগোল কম কিছু হয়নি।
অন্যদিকে এই ছবির সূত্রেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন রামকমল মুখোপাধ্যায়।
বলাবাহুল্য, ১৪৮ বছর আগের এমন একটি চরিত্রকে পর্দায় তুলে ধরাটা যে সহজ নয়, তেমনটাই মনে করছেন ছবিটির সঙ্গে যুক্ত প্রায় সকলেই। আর কঠিন সেই কাজের প্রথমপর্বটি রীতিমত পরিশ্রম করে শেষ করেছেন, ছবির কাহিনি এবং চিত্রনাট্যকার প্রিয়াঙ্কা পোদ্দার। এছাড়াও সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার, শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী, কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্তরা ছবিটিতে, ফেলে আসা সেই সময়কে হুবহু তুলে ধরতে পুরোপুরি তৈরি। সঙ্গীত পরিচালনায় থাকছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিত। আর ছবির গানগুলি লিখেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় স্বয়ং। আসন্ন ভ্যালেন্টাইন্স ডে থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর