ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে আজ শপথ গ্রহণ
দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে শপথ গ্রহণ হতে চলেছে ধুপগুড়ি নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের।
শনিবার বিকেলে রাজভবনে শপথ নেবেন ধূপগুড়ির বিধায়ক। শপথ গ্রহণের জন্য শুক্রবার কলকাতা এসে পৌছায় ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়। লক্ষ লক্ষ টাকা ‘প্রতারণা’ | গ্রেফতার সংস্থার কর্ণধার
৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হন নির্মলচন্দ্র রায়। তার পর থেকেই শুরু হয় রাজভবন-নবান্নের 'সংঘাত'। এই দড়ি টানাটানিতে আটকে ছিল ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথগ্রহণ। শনিবার বিধায়ক হিসাবে শপথ নেবেন তিনি। বিকেল সাড়ে চারটের সময় তাঁকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এই প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "অঞ্চলের মানুষ ধুপগুড়ির নব নির্বাচিত বিধায়ককে জিতিয়ে বিধানসভা পাঠিয়েছেন। রাজ্যপাল নিজে শপথ গ্রহণ করাবেন। আমরাও চাই শপথ গ্রহণটা হোক। আর এটা নিয়ে এখানেই চ্যাপ্টার ক্লোজ"। ইভিএম নিউজ