মনসারাম কর, পশ্চিম মেদিনীপুর ২৫ ফেব্রুয়ারিঃ কাটমানি নিয়ে বখরাজনিত বিবাদের জেরে, জেলায় জেলায় শাসকদলের নীচুতলায় গোষ্ঠীকোন্দল আর সংঘর্ষ, এখন প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু এবার তার সঙ্গে যোগ হল, সংঘর্ষের নতুন এক কারণ। কোথা থেকে দলীয় কর্মসূচি শুরু হবে, সেই জায়গা নিয়ে মতবিরোধের জেরে প্রায় সংঘর্ষ বেধে গেল, শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে। ঘটনায় ফির প্রকাশ্যে এল, শাসকদলের বন্দরের গোষ্ঠীবিবাদ। বিবাদের জেরে একটি গোষ্ঠীর কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন, খোদ তৃণমূল বিধায়ক। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দিদির দূত কর্মসূচিতে গিয়েছিলেন, স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া।

স্থানীয়সূত্রে খবর,  যেখান থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, স্থানীয় ক্ষমতাসীন একটি গোষ্ঠীর প্রভাবে সেই জায়গাটির রাতারাতি পরিবর্তন করা হয়। এদিকে পূর্বঘোষিত জায়গায় পৌঁছে সে কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে, স্থানীয় তৃণমূলের আরেকটি গোষ্ঠীর কর্মীরা। এরপর বিধায়ক সেখানে হাজির হতেই, তাকে ঘিরে হইচই এবং তারপর রীতিমতো ঠেলাধাক্কা শুরু হয়ে যায়। ঘটনাটি ভাইরাল হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে, শাসকদলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব।

বেশ কিছুক্ষণ সে বিক্ষোভ চলার পর অবশেষে মুক্তি পান তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া। কিন্তু কেন এই বিবাদ, সেই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর