ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর: দিঘার মোহনায় উদ্ধার বিশাল আকৃতির তেলিয়া ভোলা

সৈকত নগরীর দিঘা মোহনায় লক্ষাধিক টাকায় বিক্রি হল বিশাল আকৃতির তেলিয়া ভোলা মাছ। শুক্রবার সকালে দিঘা মোহনায় নিলামে বিক্রি হয় বিশাল আকৃতি তেলিয়া ভোলা মাছটি। মাছটির ওজন প্রায় ৬১ কেজি।

সুন্দরবনের বাসিন্দাদের জন্য হাইকোর্টের অনবদ্য রায়

 

কোলকাতার একটি কোম্পানি ১ লক্ষ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেয়। তেলিয়া ভোলা মাছটি পারাদ্বীপের একটি মৎস্যজীবীর ট্রলারে ধরা পড়ে। মাছটি নিলামের জন্য দিঘা মোহনায় নিয়ে আসে মৎস্যজীবীরা। এই মাাছের পটকা থেকে বিভিন্ন দামি ক্যাপসুল ও জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে জানা গেছে। আমাদের দেশের পাশাপাশি এই মাছের বিদেশেও যথেষ্ট চাহিদা রয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর