ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ(Latest News) দার্জিলিংকে ঢেলে সাজাতে চান সন্দীপ ছেত্রী। দার্জিলিংয়ের তামসাংয়ে একটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সন্দীপ ছেত্রী। আগামী দিনে ধারাবাহিকভাবে চুংথুং, মেরিবুং ও তামসাংয়ের বেশ কিছু স্থানে এই কাজ চলবে বলে জানিয়েছেন ছেত্রী। ইতিমধ্যেই চুংথুংয়ের শিরুবাড়িতেও একটি কমিউনিটি হল তৈরীর কাজ শুরু হয়েছে।
একটি সাংবাদিক বৈঠকে ছেত্রী বলেন, শিরুবাড়িতে এই কমিউনিটি হাউস তৈরীর কাজ শুরু হয়েছে জিটিএ প্রধান অনিত থাপার উদ্যোগেই । শুধু পাবলিক ভবনই নয় পাহাড়ের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে শুরু হবে নতুন রাস্তা তৈরীর কাজ। (EVM News)
স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে হয়রানির স্বীকার উপভোক্তারা, পথ অবরোধ করে বিক্ষোভ
নিউ জলপাইগুড়িতে রোজগার মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী