ইভিএম নিউজ ব্যুরো, ২৪ মার্চঃ দার্জিলিং হিলস ইউনিভার্সিটি নিয়ে একরাশ সম্ভাবনার কথা শোনালেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডঃ প্রেম পোদ্দার। লন্ডন থেকে দিল্লি হয়ে বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই সোজা চলে আসেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে।  বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরই রেজিস্ট্রার ডঃ নূপুর দাস।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে পা রেখে প্রথমেই সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে। শুক্রবার সকালে মংপুতে অস্থায়ী প্রশাসনিক ভবনে এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি।  উল্লেখ্য, ড: প্রেম পোদ্দার  কালিম্পংয়েরই  ভূমিপুত্র। পড়াশুনাও করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েই। তাঁর প্রথম পিএইচডি ডিগ্রিও এই বিশ্ববিদ্যালয়েরই দেওয়া। এরপরে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বার পিএইচডি করেন তিনি ।

বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে  অনারারি সিনিয়র ফেলো হিসেবে কর্মরত রয়েছেন। অতীতে ডেনমার্কের  রস্কলাইড বিশ্ব বিদ্যালয়ে কালচারাল এনকাউন্টার বিষয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন ।  ২০০২ সালে তাঁর লেখা প্রথম বই ‘ভায়োলেন্ট সিভিলাইটিস’ প্রকাশ পায়। তাঁর শেষ লেখা বই এর নাম ‘ইমেজড ফিচারস’। এছাড়াও  ভারত ও চীন নিয়ে তাঁর লেখা বই সমৃদ্ধ করেছে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে।

নবনিযুক্ত উপাচার্য জানিয়েছেন, প্রতিকূল অবস্থাকে অনুকূল করে বিশ্ববিদ্যালয়  সুচারু রূপে চালু করতে তিনি বদ্ধপরিকর। যদিও রাজ্যপাল তাঁকে মাত্র তিন মাসের জন্যই উপাচার্যের দায়িত্বভার সামলাতে দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর