ইভিএম নিউজ ব্যুরোঃ মায়ের চিকিৎসার টাকা প্রতারণা করেছে স্বামী আদিল। রাখির উপর তিনি দিনের পর দিন চালিয়েছেন মানসিক এবং শারীরিক নির্যাতনও। এমনই চাঞ্চল্যকর অভিযোগে স্বামী আদিল দুর্রানির বিরুদ্ধে মুম্বইয়ের ওসিওয়ারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আদিলের স্ত্রী তথা অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়। মঙ্গলবার সকালেই পুলিশ হেফাজতে নেন আদিল দুর্রানিকে।
ক্যামেরার সামনে কেঁদে সাংবাদিকদের কাছে রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে আদিলকে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।‘ শুধু তাই নয় রাখি এও বললেন, ‘আদিল আমাকে ছেড়ে চলে গেছে। জানিয়েছে ও আজ থেকে তনুর সঙ্গেই থাকবে, আমাকে ও বলে গেল আমি তনুর কাছে চলে যাচ্ছি’।
অথচ আদিল গ্রেফতারের আগের রাতেই রাখী ও তাঁর স্বামীকে দেখা গিয়েছিল রেস্তোরাঁতে। আদিল তাঁকে সকলের সামনে খাইয়ে দেয়।
রাখি বললেন, “এখন আমি আদিলের সঙ্গে কোনও ধরনের আপোস করব না। আমি এরকম ছেলের সঙ্গে থাকব না যে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত। আমি চেয়েছিলাম আদিল ক্ষমা চেয়ে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসুক। কিন্তু আদিলকে বিশ্বাস করা যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিভোর্স নেব।“
আদিলের আগে রীতেশ রাজের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন রাখি। যদিও রীতেশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ডিভোর্স না হওয়ায়, আইনি স্বীকৃতি ছিল না রাখির বিয়ের।