গরমে কাহিল দক্ষিণ রায়ও

ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ বৈশাখে এই দাবদাহে অস্থির গোটা রাজ্যবাসী। তাপপ্রবাহে ওষ্ঠাগত সকলেই। তা ওরাই বা বাদ যাবে কোনও বলুন তো? আমজনতার মতোই এই গরমে নাজেহাল  দক্ষিণ রায়। তাই তাকে ঠাণ্ডা রাখতে একাধিক ব্যবস্থা নিলেন বন দফতর। পাখা থেকে শুরু করে ওআরএস (ORS) সবকিছুরই ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। তাদের সমস্ত রকমভাবে খেয়াল রাখছে বন দফতর (Forest Department)

বর্তমান পরিস্থিতিতে সুন্দরবন ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের অবস্থা যথেষ্ট শোচনীয়। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে বেশকিছু ব্যবস্থা নিল দক্ষিণ ১৪ পরগণা বন দফতর।আর সেখনে পূর্ণ বয়স্ক বাঘের সংখ্যা ৩ টি। জানা গিয়েছে দিনে তাদের তিনবার করেও স্নান করানো হয়। পাশাপাশি এই গরম থেকে বাঁচতে জলে ওআরএস  মিশিয়ে খাওয়ানো হচ্ছে তাদের। এছাড়াও বাথ টাব থেকে শুরু করে বাঘের বিচরণ ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছায়া রাখার ব্যবস্থাও করেছে বন দফতর।

এই প্রসঙ্গে জু সুপারভাইজার দীপঙ্কর সরকার বলেন, বাঘেদের খাওয়ার তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। তবে এই পরিস্থিতিতে জলের সঙ্গে ORS মিশিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাঘগুলিকে সকালে ছাড়ার আগে স্নান করানো হচ্ছে। আবার রাত্রে খাঁচায় ঢোকানোর আগে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। বাঘেদের স্বাস্থ্যের ওপর আলাদা নজরদারি রাখা হয়েছে বলেও জানান তিনি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর