থ্রি ডি পোস্ট অফিস

ইভিএম নিউজ ব্যুরো, ১২ এপ্রিলঃ বিশ্বে প্রথম আধুনিক থ্রি ডি  প্রিন্টেড  পোস্ট অফিস তৈরি হতে চলেছে বেঙ্গালুরুতে। আর যা তৈরিতে খরচ হবে প্রায় ২৩ লক্ষ টাকার কাছাকাছি। ১০০০ স্কোয়ার ফুট এলাকা  জুড়ে তৈরি হবে পোস্ট অফিসটি।বেঙ্গালুরুর হালাসুরুতে তৈরি হবে  থ্রি ডি  প্রিন্টেড  পোস্ট অফিসটি। আর এই থ্রি ডি পোস্ট অফিস গড়ে তোলার  বরাত পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড

সূত্রের খবর, অন্যান্য ভবন তৈরিতে যা খরচ হয় তার ৩০ থেকে ৪০ শতাংশ কম খরচ হবে বলে জানিয়েছে ওই সংস্থাটি। এবং ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে পোস্ট অফিস তৈরির কাজও শেষ হবে বলে দাবি করা হয়েছে। সরকারি দফতর তৈরি করতে এই নতুন প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার দেখে মুগ্ধ ওই এলাকার বাসিন্দারা। আর কনস্ট্রাকশনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

এই প্রসঙ্গে এদিন নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড-এর তরফে বলা হয়, এই প্রযুক্তিটি বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রমোশন কাউন্সিল (BMTPC) দ্বারা অনুমোদিত। পোস্ট অফিসের কাঠামোগত নকশা অনুমোদন করেছে আইআইটি মাদ্রাজ। থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে চার তলা পর্যন্ত আবাসন, ভিলা, মিলিটারি ব্যারাক, স্কুল, পোস্ট অফিস এবং কারখানা গড়ে তোলা যায়। আগামীদিনে এই উদ্ভাবনী প্রযুক্তি আরও কাজে লাগাতে চায় তারা।

এই প্রসঙ্গে কর্ণাটক সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এস রাজেন্দ্রকুমার বলেন, অনেকটা কম খরচে কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করবে এমন কিছুই করতে চেয়েছিলাম আমরা। থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে সরকারি দফতর গড়ে উঠতে দেখে মুগ্ধ হয়েছেন বায়োকন প্রধান এবং উদ্যোক্তা কিরণ মজুমদার শ। ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ( EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর