ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ আসন্ন পঞ্চায়েত ভোট। আর এই ভোট প্রচারেই প্রাসঙ্গিক হয়ে উঠল ত্রিপুরার এই ত্রিপুরেশ্বরী  মন্দির।  ভোট প্রচারের ইস্যুকেই কেন্দ্র করে ব্যবহার করছে বিজেপি বিরোধী দলগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এসেছিলেন এই ত্রিপুরেশ্বরী মন্দিরে।

উল্লেখ্য, ১৫০১ খ্রিস্টাব্দে মহারাজ ধন্য মানিক্য এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। আগরতলা থেকে প্রায় ৫৫ কিলমিতার দূরে অবস্থিত এই মন্দিরটি। কথিত সতীর ৫১ শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম একটি  পীঠস্থান। প্রধান মন্দিরটি ১৫০১ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজা ধন্য মাণিক্য কর্তৃক নির্মিত তিনটি স্তরীয় ছাদ-সহ একটি ঘনক্ষেত্রের ভবন, যা বাংলার এক-রত্ন শৈলী দ্বারা   নির্মিত। দীপাবলী উপলক্ষে প্রতি বছর একটি বিখ্যাত মেলাও বসে এই  মন্দির প্রাঙ্গনে। যা দেখতে আসেন প্রায় লাখ লাখ তীর্থযাত্রী।

বর্তমানে মন্দির সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক পরিকাঠাম ঠিক না হওয়ায় অভিযোগ উঠেছে । দোকানদারদের অভিযোগ, মন্দির সংস্কারের কাজের কারণে ব্যবসার জায়গার পরিবর্তন হওয়ার ফলে বর্তমানে বিক্রি কমেছে অনেকটাই।  কাজ ধীর গতিতে হওয়ার অভিযোগও করছে স্থানীয় ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে, বিজে[পি বলেন, দ্রুত কাজ শুরু করা হয়েছে , গত দুবছর কোভিডের কারণে কাজ শুরু হতে দেরি করেছে। তবে আন্তর্জাতিক মানের করেই  তৈরি হচ্ছে এই ত্রিপুরেশ্বরী এই জাগ্রত মায়ের মন্দির। খুব শীঘ্রই  দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির এবং ত্রিপুরাবাসীদের উপুওহার দেওয়া হবে এই আন্তর্জাতিক মানের মন্দির।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর