ব্যুরো নিউজ: তৃণমূলের চুরির মুকুটে নতুন পালক! তৃণমূলের চুরি ঠেকাতে ময়দানে খোদ বিডিও!

চোরদের বাঁচাতে এবার ময়দানে নামলেন খোদ বিডিও ! চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, ত্রিপল চুরি, চাল-গম চুরি, ব্যালট চুরির পর এবার পুকুর চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাও আবার একটি-দুটি নয়, একেবারে ২১টি পুকুর চুরির অভিযোগ উঠল খোদ পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না বর্মনের বিরুদ্ধে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিসরিয়াবাদ এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পে ২১ টি পুকুর খোঁড়ার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ২৭ লক্ষ টাকা। সেই টাকাই আত্মসাৎ করেছেন তৃণমূলের মন্ত্রী-পত্নী। এই মর্মে আজগার আলি নামে এক স্থানীয় গ্রামবাসী আদালতের দ্বারস্থ হলে, আদালত স্থানীয় বিডিওকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগ, আদালতের নির্দেশে স্থানীয় বিডিও আধিকারিকরা ঘটনার তদন্তে গেলে মন্ত্রী সত্যজিৎ বর্মনের অনুগামীরা তাদেরকে ভুল পথে পরিচালিত করে। এরপরই স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিডিওর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে গাড়ি রেখেই এলাকা থেকে চম্পট দেয় বিডিও আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রীকে বাঁচাবার জন্য স্থানীয় বিডিও সব জেনে বুঝেই প্রকৃত ঘটনাস্থল পরিদর্শন না করে ভুয়ো রিপোর্ট তৈরি করবার জন্য ভুয়ো স্থল পরিদর্শনে গিয়েছিলেন। এবিষয়ে তৃণমূল মন্ত্রী সত্যজিৎ বর্মনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন প্রতিক্রিয়া দেননি তিনি । ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর