ঘোষণা হল উত্তর পূর্বে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট। ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরা সহ উত্তর পূর্বের ২ রাজ্যে ভোট হবে দু ‘দফায়। তিনটি রাজ্যে আসন সংখ্যা ৬০ টি করে । ভোট হবে নাগাল্যান্ডে ত্রিপুরাতে আগামী ২৭ ফ্রেব্রুয়ারি। মেঘালয়ে ভোট হবে ১৬ ফ্রেব্রুয়ারি। তিনটি রাজ্যের ভোট গণনা ২ মার্চ। কমিশনের তরফে জানা গিয়েছে ,ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২১ জানুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে বিজ্ঞপ্তি দেওয়া হবে ৩১ জানুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে মনোনয়ন জমার তারিখ ৭ ফ্রেব্রুয়ারি ও মনোনয়ন তোলার দিন ১০ ফ্রেব্রুয়ারি । বিধানসভা নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় ভোট পরিস্থিতি মেঘলায় ও ত্রিপুরায়। বাংলার বাইরে কেবলমাত্র মেঘালয়ে তৃণমূল সবথেকে বেশি আসন দিল। সেখানে ৫৫ টি আসনে মনোনয়ন দিতে চলেছে তৃণমূল। এখানে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন একাধিক বিধায়ক। এই রাজ্যের শাসকদল বিজেপি -এনপিপি জোট । উল্লেখ্য বর্তমানে মেঘালয় সফরে রয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
