তদন্তে

ব্যুরো নিউজ, ৩ জানুয়ারি: তদন্তে মানিকের বিরুদ্ধে মিলেছে নতুন তথ্য: ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের মামলায় আদালতকে নতুন তথ্য দেওয়ার আর্জি জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে বুধবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত ইডিকে ১০ দিনের সময় দেয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টে খারিজ হয়েছে মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার বিচারপতি বেলা এন ত্রিবেদী ও পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি ছিল।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কামদুনি মামলা

শুনানিতে মানিকের আইনজীবী সওয়াল করেন, দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি রয়েছেন। তদন্তেও তেমন কোনও অগ্রগতি নেই।  তদন্তে সব রকম সহযোগিতা করেছেন মানিকবাবু। তাই তাঁকে জামিন দেওয়া হোক। জবাবে ইডির আইনজীবী বলেন, তদন্তে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। সেইসব তথ্য আদালতে পেশ করতে চায় ইডি। সেজন্য কিছু সময় বরাদ্দ করা হোক।

দুপক্ষের সওয়াল শুনে সর্বোচ্চ আদালত ইডিকে হলফনামা পেশের জন্য ১০ দিন সময় দিয়েছে। মানিক ভট্টাচার্যকে তার জবাব দেওয়ার জন্য আরও ৩ দিন সময় দেওয়া হয়েছে। ২ সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর