মিউজিক

ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি: ডোভার লেন মিউজিক কনফারেন্সে শিল্পীদের স্বাস্থ্য পরীক্ষা

একের পর এক শিল্পীর স্টেজ শো করতে গিয়ে মৃত্যুর ঘটনার পর কিছুটা হলেও টনক নড়লো বিভিন্ন সংগীত সন্ধ্যা আয়োজকের কর্তাদের। স্টেজ শো করতে গিয়ে, স্টেজ থেকে নামার কিছু আগেই কলকাতার নজরুল মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কেকে। আর ফিরতে পারেননি। সকলকে কাঁদিয়ে মৃত্যু হয়েছিল তাঁর। শুধু সঙ্গীত শিল্পীদেরই নয়, এবার সংগীত শিল্পীদের সঙ্গে যন্ত্রশিল্পীদেরও স্বাস্থ্যের অবস্থার পরীক্ষা করে ডোভার লেন মিউজিক কনফারেন্সে যোগ দেওয়া সব শিল্পীর হেলথ চেকআপ নি খরচায় করার উদ্যোগ নিল আয়োজকরা। এই চেকাপ করবে চারনক হসপিটালের চিকিৎসকরা।

‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’ গানের রচয়িতার ঝুলিতে পদ্মশ্রী

এভাবেই হৃদরোগে ও অন্যান্য জটিলতার কারণে হঠাৎই অল্প বয়সে ছেড়ে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। এই ধরনের শিল্পীরা বেশ কিছুক্ষণ উচ্চ গ্রামে ধরে রাখেন তাদের স্বর। আর হৃদযন্ত্র দুর্বল হলে ভয়ংকর হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। এবার কলকাতার শিল্পীদের বাসভবনে গিয়ে এবং ভিন রাজ্য ও ভিন দেশ থেকে আসা শিল্পীদের হোটেলে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। লিপিড প্রোফাইল, লিভার ফাংশন, ইউরিয়া,ক্রিয়েটিনিন থাইরয়েড ফাংশন, রক্ত পরীক্ষা , ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি এই সবই যত্ন সহকারে করা হচ্ছে। কনফারেন্সে যোগ দিতে আসা শিল্পীরা, সোমবার থেকেই নজরুল মঞ্চে চার দিনের জন্য ডোভার লেন মিউজিক কনফারেন্সে যোগ দিচ্ছেন। আর স্বাস্থ্য পরীক্ষার পর দীর্ঘদিন তারা মনে রাখবেন এত যত্ন নিয়ে কলকাতার আয়োজকরা তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর