ইভিএম নিউজ ব্যুরো, ৫ এপ্রিলঃ গ্রেফতার হলেন আমেরিকার (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট গ্রেফতার হলেন। পর্ণস্টারের সঙ্গে সম্পর্ক লুকোতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্পের দাবি, তিনি নির্দোষ।

৩ রা এপ্রিল নিজের ব্যক্তিগত বিমানে ফ্লোরিডার মার-আ-লাগোর থেকে নিউ ইয়র্কে এসে পৌঁছেছিলেন তিনি। তাঁর ব্যবসার সুবিশাল সাম্রাজ্য ছড়িয়ে রয়েছে নিউ ইয়র্কেও। সেখানে রয়েছে সুবিশাল ট্রাম্প টাওয়ার। সেখানেই ৩ তারিখ রাত কাটান। ৪ ঠা এপ্রিল সেখান থেকেই রওনা দেন লোয়ার ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টের উদ্দেশ্যে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরা। দেশের ৪৫ তম প্রেসিডেন্ট এদিন আদালতে আত্মসমর্পণ করবেন- এটা মোটামুটি জানাই ছিল। মার্কিন  সিক্রেট সার্ভিসের অফিসারদের নিরাপত্তা বেষ্টনী ট্রাম্পকে ঘিরে ছিল গোটা রাস্তাপথ। আদালতে পৌঁছনোর পর  তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট ৩৪ টি আলাদা আলাদা অভিযোগ রয়েছে।

 আমেরিকার যাবতীয় আইন মেনেই গ্রেফতার করা হয় তাঁকে। তবে নিরুত্তর হোয়াইট হাউস। কিন্তু হোয়াইট হাউস কোনও প্রতিক্রিয়া  না জানালেও  মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে চিন্তিত বলেও মন্তব্য করা হয়েছে।

 

 উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels) যার আসল নাম  স্তেফানি গ্রেগরি ক্লিফোর্ড। সেই মামলায় অবশ্যও হেরে গিয়েছিলেন স্টর্মি। কিন্তু ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি  ট্রাম্পের বিরুদ্ধে মামলা রুজু করেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের আগে পর্ন তারকার সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প- এইরকমই অভিযোগ তাঁর বিরুদ্ধে ।প্রথমে  যখন এই বিষয়টি সামনে এসেছিল তখন ট্রাম্প বলেছিলেন, পুরো বিষয়টি স্টর্মি ড্যানিয়েলস ভুয়ো গল্প ফেঁদেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে একটি মার্কিন ম্যাগাজিনের সাক্ষাৎকারে স্টর্মি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সময় তাঁর সম্পর্ক ছিল। একাধিবার তাঁদের মধ্যে যৌন সম্পর্কও হয়।

পর্ন তারকা স্টর্মির দাবি, ২০০৬ সালে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। নেভাদায় তারকাদের একটি গলফ প্রতিযোগিতায় এসেছিলেন ট্রাম্প। সেখান থেকেই পরিচয়। সেই সময় ট্রাম্প স্টর্মিকে নামকরা টিভি তারকা বানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন স্তেফানি ওরফে স্টর্মি।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর