দমদমে
ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: ডেঙ্গি নিয়ন্ত্রণে দমদমে ড্রোন 


ডেঙ্গির মশা নিধন করতে ড্রোনের প্রয়োগ। দক্ষিণ দমদমের ১৪ নম্বর ওয়ার্ডে উড়ল ড্রোন।পুরসভা সূত্রের খবর, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চলতি মরসুমে ডেঙ্গিতে ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনেকেই। তাই ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পুর এলাকার যে সব জায়গায় পুরকর্মীদের পক্ষে কাজ করা অর্থাৎ মশা মারার তেল বা ওষুধ দেওয়া সম্ভব নয়, সেই সব জায়গাগুলি ইতিমধ্যেই ড্রোনের সাহায্যে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ। এবার পুরসভার উদ্যোগে ড্রোনের মাধ্যমে মশা মারার তেল ছড়ানো হল সেই সব জায়গাগুলিতে।
মোদীর পর যোগীর প্রশংসা কুড়লো ‘দ্য ভ্যাকসিন ওয়ার’

পুর প্রতিনিধি সুকান্ত সেনশর্মা জানান, এই ওয়ার্ডে একাধিক ডোবা, জলাশয়, পরিত্যক্ত কারখানা রয়েছে যেখানে যন্ত্র নিয়ে গিয়ে মশা মারার ওষুধ দিতে পারছেন না পুরকর্মীরা। সেই সব জায়গা ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন বহুতলের ছাদেও এ ভাবে মশা মারার ওষুধ ছড়ানোর পরিকল্পনা আছে।  বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই কাজ হয়েছে। সপ্তাহের প্রতি শনি ও রবিবার এই কাজ হবে বলে জানান তিনি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর