ডিজিটাল লাইব্রেরি

ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ এবার জন সাধারণের জন্য হবে মুশকিল আসান। উন্নয়নের কাজের জন্য জন সাধারণকে যুক্ত করতে কলকাতা পুরসভায় (KMC) কাজ চালু  করছে ডিজিটাল লাইব্রেরির (Digital Library)। অর্থাৎ ঘরে বসেই জানতে পারবেন পুরসভার সমস্ত খুঁটিনাটি। তাই এবার একটা ক্লিকেই মিলবে সমস্ত তথ্য হাতের মুঠোয়।

কোন ওয়ার্ডে কী কাজ চলছে। তার জন্য কত টাকা বরাদ্দ  করা হয়েছে। কোন কাজের  কোন টেন্ডার বেরিয়েছে।সমস্তটাই জানতে পারবেন ঘরে বসেই। ফলে পুরসভার কাজে আসবে স্বচ্ছতা । নাগরিকরা সচেতন হলেই বাড়বে কাজের মানও ।

পুরসভা তরফে জানা গিয়েছে, উন্নয়নের কাজে স্বচ্ছতা  আনতে চালু করা হবে ডিজিটাল লাইব্রেরির। পুরসভার নিজস্ব ওয়েবসাইড থেকে সুবিধা পাবে সাধারণ মানুষেরা। মিলবে শীর্ষ কর্তার ব্যাখ্যা থেকে শুরু করে শহরের রাস্তা, জল সরবরাহ, জঞ্জাল সাফাই, নিকাশি ব্যবস্থা, লাইটিং থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা। এছাড়াও স্টোনচিপ, পাইপ, ইট, বালি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে হয় পুরসভাকেই। আর যা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ টের পান না। ফলে ডিজিটাল লাইব্রেরি চালু হলে সেই সুযোগ অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।

আসল কারণটি হল ডিজিটাল লাইব্রেরিতে ঢুকে যে কেউ পুরো টেন্ডার ডকুমেন্টটাই দেখতে পাবে। টেন্ডারে কী কী শর্ত দেওয়া রয়েছে, কোনও নির্মাণ কাজের জন্য কী ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে , কোনও সংস্থা টেন্ডার কত বরাত পেয়েছে, কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে সবটাই ডিজিটাল লাইব্রেরিতে দেওয়া থাকবে।তার অন্যথা হলেই এলাকার মানুষ ঠিকাদারের বিরুদ্ধে পুরসভার কাছে নালিশ জানাতে পারবেন।

এই প্রসঙ্গে এক পুরসভা আধিকারিক বলেন, ওয়ার্ডে কোনও কাজ শুরু করতে গেলেই কিছু মানুষ পুরসভায় খোঁজখবর নিতে আসেন। কেউ আবার তথ্য জানার অধিকার আইনে মামলা করে বসেন। ডিজিটাল লাইব্রেরি চালু হওয়ার পর আরটিআই করার কোনও প্রয়োজনই পড়বে না। তাতে পুরসভার আধিকারিকদের উপর চাপ অনেকটাই কমবে। মানুষ যত জানবে পুরসভার প্রতি আস্থা বাড়বে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জঞ্জাল সাফাই, নিকাশি, জল সরবরাহ, সড়ক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিসিটি ও লাইটিং বিভাগের জন্য এই পরিষেবা চালু হচ্ছে। পরবর্তী ধাপে পুরসভার অন্যান্য বিভাগের জন্য ডিজিটাল লাইব্রেরি চালু হবে। (EVM News)আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে আলিপুরদুয়ারে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর