রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে ‘তারিখ পে তারিখ’ তার কী অবসান ঘটবে এবার? পরিস্থিতি এতটাই জটিল যে আদালতে বারবার মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতেই রাজ্যের ডিএ মামলা এবার গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি। প্রসঙ্গত, রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী সরকারকে ৩১ শতাংশ হারে ডিএ দিয়ে দিতে হত। সরকারের বক্তব্য কোষাগারে টাকা নেই। এরপরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পা বাড়ায় সুপ্রিম কোর্টে। চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা । সেই অনুযায়ী আগামী সোমবার , ১৬ ডিসেম্বর রাজ্যের ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।