ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: ডার্বি টিকিটে কালোবাজারি! গ্রেফতার ৪ ব্যক্তি।

ডার্বি টিকিটের জন্য হাহাকার। মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই ক্লাবের সামনেই টিকিটের জন্য লম্বা লাইন। টিকিটের জন্য সমর্থকদের হাহাকার। অভিযোগ ৫-৬ গুণ দামে কালোবাজারি হচ্ছে টিকিটের। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।

চড়া দামে ডার্বির টিকিট কালোবাজারি করার অভিযোগ। শনিবার রাতে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে হানা দিয়ে ৪ জন কালোবাজারি টিকিট বিক্রেতাকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বিপুল সংখ্যক টিকিট উদ্ধার হয়।

ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র বান

পুলিশ সূত্রে খবর, ময়দানের লেসলি ক্লডিয়াস সরণীর ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চড়া দামে ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি করা হচ্ছিল। এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা সেখানে হানা দেন। ঘটনায় চারজন কালোবাজারি টিকিট বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ধৃতরা অজয় শেঠ, মুশির আহমেদ, ওমপ্রকাশ শেঠ ও মহম্মদ রশিদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ টিকিট। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর