ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ঠাকুরপুকুরে ঘটে গেলো এক ভয়াবহ বাস দুর্ঘটনা 

ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর। পুলিশ জানিয়েছে, সাত সকালে ঠাকুরপুকুরের ৩ এ বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে খবর, কাকদ্বীপ- ডায়মন্ড হারবার রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বরের একটি বাসের পেছনে ধাক্কা মারে।

বালির গাড়ি থেকে তোলা বেআইনি লক্ষ লক্ষ টাকা উড়ছে পানশালায়!

২৩৫ নম্বর বাসটি আরও ৩টি গাড়িতে ধাক্কা মারে। অবশেষে ওই বাসটি মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা দিয়ে ওইখানেই আটকে যায়। এই গাড়িগুলোর মধ্যে একটি ‘পুলিশ’ লেখা গাড়ি ছিল।

দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।   ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর