ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: ট্রেনে আগুন| অল্পের জন্য রক্ষা! অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো যাত্রীরা।

২২৫০২ ডাউন বেঙ্গালুরু স্পেশাল সুপার ফাস্ট ট্রেনে আগুন। মালদা টাউন স্টেশনে ট্রেন ছাড়ার পরপরই B-1 শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন দেখতে পান রেল কর্মীরা। এরপর জরুরি ব্রেক কষে ট্রেন থামান চালক। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা।

জানা যায় ট্রেনটি  গোহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এক যাত্রী জানান আমরা ট্রেনে বসে রয়েছি ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরে হঠাৎ থেমে যায়। প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। অনেক সমস্যায় পরতে হয়েছে। জানতে পারি ট্রেনের কোনও এক জায়গায় থেকে ধোয়া বেরহচ্ছে। পরবর্তীতে ট্রেনের কোচ চেঞ্জ করে দেওয়া হয়।

ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র বাড়ি

ঘটনাটি শনিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ ঘটে বলে জানাগিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর  নয়া মিললেও, একটু হলে বড় সমস্যার মধ্যে পড়তে হয়ে আতঙ্কিত যাত্রীরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর