মুখোমুখি

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: ‘৮০০ কোটির মালিক তৃণমূল! টাটার টাকা পার্টি ফান্ড থেকে দেওয়া হোক’

সিঙ্গুরে টাটা গোষ্ঠীর কারখানা না হওয়ার জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে প্রায় দেড় হাজার কোটি টাকা।
এই বিষয়ে রাজ্য সরকারকে দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে তিনি বলেন, এই ভুলের মাশুল আর যেন জনতাকে ভোগ করতে না হয়। ক্ষতিপূরণের বিপুল অঙ্ক শাসকদলের পার্টি ফান্ড ও মদ বিক্রির টাকা দিয়ে মেটানো হোক বলে তিনি দাবি করেছেন। 
২ নভেম্বর এথিক্স কমিটিতে হাজিরা দেবেন মহুয়া 

বিরোধী দলনেতা বলেন, টাটা গোষ্ঠীকে টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নয়, 'তৃণমূল দলের ফান্ড থেকে দিতে হবে। না হলে বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধ হবে। তৃণমূলের পার্টি ফান্ডে নির্বাচনী বন্ডে ৮০০ কোটি টাকা রয়েছে, সেই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ওরা ডিএর মতো উচ্চ আদালতে যাবে কিন্তু কিছু লাভ হবে না।'


সিঙ্গুর ইস্যুতে  সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'শিল্পকে তাড়িয়ে দেওয়ার অভিশাপ বাংলার মানুষকে পেতে হচ্ছে। এই রায়ে প্রায় ১৭০০ কোটি টাকা রাজ্যকে দিতে হবে। এদিকে না হয়েছে শিল্প, না কৃষকরা জমি ফেরৎ পেল। সরকার এই টাকা কিভাবে দেবে? দিতে হলে তারা জনগণের কাছ থেকে টাকা নিয়ে দিতে হবে। রাজ্যের ক্ষমতায় থাকা প্রত্যেকটা দল যেমন সিপিএম নিজের মতো রাজনীতি করে গিয়েছে। এরপর তৃণমূল নিজের মতো রাজনীতি করছে। কিন্তু, আখেরে কোন লাভ হয়নি রাজ্যের।' ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর