সামু দাসঃ আলিপুরদুয়ারে উদ্ধার হল ১৩৫ কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালায় আলিপুরদুয়ার আবগারি দপ্তরের কর্মীরা। ৩১ নং জাতীয় সড়কের উত্তর পানিয়ালগুড়ি এলাকায় একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করেন আবগারি দফতরের কর্মীরা। টমেটো বোঝাই সেই বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেন আবগারি দফতরের আধিকারিকরা।
জানা গেছে , ওই বিপুল পরিমান গাঁজা কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকা থেকে কামাখ্যাগুড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর পুলিশের চোখে ধুলো দিতে সেখান গাড়ি বদল করে পাচারকারীরা। আটক হওয়া বোলেরো গাড়িটিতে করে ওই গাঁজা মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্র মারফত সেই খবর পেয়েই অভিযান চালিয়েছিলেন আবগারি দপ্তরের কর্মীরা। পুলিশ সূত্রে খবর , গ্রেফতার হওয়া দুই পাচারকারিই আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকার বাসিন্দা। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অপর এক পাণ্ডারও খোঁজ পেয়েছে আবগারি দফতর। তাঁকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে আবগারি দপ্তরের কর্মীরা।
এই বিষয়ে আলিপুরদুয়ার আবগারি দফতরের সুপার উরগেন শেওয়াং জানান, “গোপন সুত্রে খবরের ভিত্তিতে আমরা জানতে পারি কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে প্রচুর গাঁজা আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে এসেছে এবং সেখান থেকে অন্য একটি গাড়ি করে ওই গাঁজা মালদায় পাচার করা হচ্ছে। খবর মিলতেই মঙ্গলবার সন্ধ্যায় আবগারি দফতরের টিম উত্তর পানিয়ালগুড়ি এলাকার ৩১ নং জাতীয় সড়কে ওঁত পেতে বসে থাকে। বোলোরো পিক আপ গাড়িটি নজরে আসতেই সেটিকে আটক করা হয়। গাড়িটিতে টমেটো বোঝাই ছিল। তল্লাশি চালিয়ে টমেটোর নিচে থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা পাচারে ব্যবহৃত বোলেরো গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।