কোলাঘাট থানার মেচেদা বাজারে বস্তিতে বিধ্বংসী আগুন। সেখানেই একটি ঝুপড়ির মধ্যে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় বাবা ও মেয়ের। বুধবার ভোর ৫টা নাগাদ হঠাৎই মেচেদা বাজারের রেল লাইন সংলগ্ন সব্জি বাজারের পাশে বস্তিতে আগুন লাগে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখায় বেরোতে না পেরে একটি ঝুপড়ির মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের। ঝুপড়ি গুলিতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ১৪টি ঝুপড়ি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। তমলুক দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন ও কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে আসা একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি দমকলকেই দীর্ঘক্ষণ লড়াই চালাতে হয়।
ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী আগুনের কারণ জানার জন্য সকাল থেকেই তদন্তে নামে। আগুন নেভার পর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরা সহ একধিক প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে ভষ্মীভূত ১৪ টি পরিবারকে প্রশাসনের তরফে অস্থায়ী ছাউনি তৈরি করে থাকা খাওয়া পোশাকের ব্যবস্থা করার কাজ চলছে। অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
