জোশীমঠে বিপর্যয়ের মধ্যেই বাড়লো আরও আতঙ্ক।  শুক্রবার গভীর  রাতে  ভূমিকম্পে  কেঁপে  ওঠে উত্তরকাশি  । রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৯। ন্যাশনাল সেন্টার  ফর সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী , জোশীমঠ থেকে এর কেন্দ্রস্থল ছিল ২৫০ কিলোমিটার । বিশেষজ্ঞদের দাবি ,কম্পনের মাত্রা খুব কম থাকায় তেমন প্রভাব পড়েনি জোশীমঠে। অন্যদিকে গতবার দিনে জোশীমঠ ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে। ইসরোর তরফে এমনই উদ্বেগজনক সমীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত ভূমিক্ষয় হচ্ছে সেখানে। ভূমিক্ষয় হওয়া এই মন্দির শহর বদ্রীনাথ যাওয়ার মূল প্রবেশদ্বার।  আর সেই শহর চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন।  ইতিমধ্যেই ৭০০ টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘর ছাড়া একাধিক পরিবার। রাস্তার ধরে ঝুলছে ‘মালারি ইন’ ও ‘মাউন্ট ভিউ’ মতো দুটি হোটেল। আতঙ্কিত গোটা জোশীমঠবাসী।  চিন্তিত উত্তরাখন্ড  সরকার। বিশেষজ্ঞদের অনুমান ,এলাকাটি ভূমিকম্প প্রবন হওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতি হতে পারে । এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন ,২৫ থেকে ৩০ টি বাড়ি ভাঙতেই হবে। আপাতত বিপজ্জনক  বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে মানুষজনকে । পাশাপাশি  সেনা ছাউনির আশেপাশে  দেখা দিয়েছে ফাটল। সেখান থেকে সরিয়ে  নেওয়া হবে সেনা জওয়ানদেরও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর