কোথায় গ্লাসগো, কোথায় আমেরিকা আর কোথায় বা জার্মানি। সেখান থেকে বেহালার কানাগলি। কবি সুকান্তের রানার কবিতায় পিঠেতে টাকার বোঝা থাকলেও তা ছোঁয়ার অধিকার ছিলোনা রানারের। পৌলমীর পিঠেও থাকে সুস্বাদু খাদ্য ভান্ডার। দোরে দোরে পৌঁছে দিতে হয় সেই খাবার।তিনি আর কেউ নন , বেহালা ,শিবরামপুরের বাসিন্দা পৌলমী অধিকারী। ছোটবেলা থেকে ভালোবাসা ছিল ফুটবলের প্রতি । দুঃখ কষ্টের সংসারে মা মরা এই মেয়েটির স্বপ্ন পূরণের সঙ্গী ছিল বাবা আর দিদি। কলকাতা বিশ্ববিদ্যালয় ,এশিয়ার অনূর্ধ 16 ,হোমলেস ওয়ার্ল্ড কাপ গ্লাসগো 2016-র আসরে খেলেছেন তিনি ।স্কটল্যান্ড ,শ্রীলংকা ,লন্ডন ,জার্মানির মতো দেশে ভারতের মহিলা ফুটবলার হিসাবে দেশের নাম উজ্জ্বল করেছেন পৌলমী । কিন্তু কজন জানেন তাঁর নাম। এখন আর খেলা হয়না খেলা পাগল পৌলমীর।বেকারত্বের জ্বালা তাঁকে বাধ্য করেছে zomato , swiggy র মতো সংস্থায় কাজ করতে। চোখে একরাশ জল নিয়ে পৌলমী জানান পাড়ার ক্লাব থেকে রাজ্য সরকার কেউ খোঁজ নেয়নি কোনো দিন। তাই জীবনের বৃত্তটা ছোট হতে হতে বেহালাতেই এসে হারিয়ে গিয়েছে।