ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ চুরির কত রকম ভেদ । টাকা চুরি, গয়না চুরি, কয়লা চুরি থেকে শুরু করে গরু চুরি । কিন্তু ফুলের টব চুরি? কথায় আছে ‘ স্বভাব যায় না মলে’ ঠিক তেমনটাই হল গুরগাঁওতে হওয়া জি-২০ সম্মেলনে। আর টব চুরির দায়ে গ্রেফতারও হয়েছে গুরগাঁওয়ের গান্ধীনগরের বাসিন্দা মনমোহন নামে এক ব্যক্তি। আর সেই চুরির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের হাতে গ্রেফতারও হয় ওই ব্যক্তি।
উল্লেখ্য, চলতি বছরে দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন।আর তার আগেই আগামী মার্চ মাস থেকে গুরগাঁওতে বসেছে জি-২০ র প্রথম ওয়ার্কিং কমিটি বৈঠক। বৈঠক উপলক্ষ্যে গুরগাঁওয়ের বেশ কয়েকটি রাস্তা সংস্কারের পাশাপাশি রাস্তা সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য গুরগাঁও মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফে রাস্তার পাশে ফুলের টব রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল গভীর রাতে সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে ২টি ফুলের টব চুরি করে গুরগাঁওয়ের গান্ধীনগরের বাসিন্দা মনমোহন নামে এক ব্যক্তি। ধৃত ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। গুরগাঁও পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি গাড়ি ও চুরি যাওয়া ফুলের টব দু’টি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে । ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে থাকা কয়েকজন ব্যক্তি মিলে টব গুলো গাড়িতে তুলছিল।
ধৃত ব্যক্তিদের যাতে কড়া শাস্তি হয় তার দাবি করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই। নিরাপত্তায় যাতে আরও নজর দিতে পারে তার জন্য আরও পুলিশ মেতায়েন করার দাবি করেন তারা। এবং পুরো ঘটনাটির তদন্তে নাবেন গুরগাঁও পুলিশ।
এই প্রসঙ্গে গুরগাঁও পুলিশের মুখপাত্র সুভাষ বোকেন জানান, গতকাল রাতে মনমোহন এবং তার কয়েকজন সঙ্গীকে নিয়ে গাড়ি করে দিল্লি থেকে গুরগাঁওয়ে ফিরছিল। রাস্তারের ধারে ফুলের টব দেখতে পেয়ে গাড়ি থামায়। এরপরেই ২টি টব তারা গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। আরও তথ্য উঠে এসেছে, চুরির জন্য যে গাড়িটি করে তারা এসেছিল গাড়িটি গুরগাঁওয়ের নয়। ধৃত ওই ব্যক্তিটির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন গুরগাঁও পুলিশের মুখপাত্র।