ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: জয় দিয়েই যাত্রা শুরু পাকিস্তানের। বুধবার ঘরের মাঠে মুলতান স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপে মধুর যাত্রা শুরু করলো পাকিস্তান। ম্যাচের সেরার পুরষ্কার পান বাবর আজম।

এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। খেলতে নেমে প্রথম ইনিংসে ৩৪২ রান করে তারা। সৌজন্যে বাবর আজমের ১৫১ রান। দুরন্ত ব্যাটিং দক্ষতার সঙ্গে ১৩১ বল খেলে শতরান করেন বাবর। তাকে যোগ্য সহায়তা করেন ইফতিখার আহমেদ। তিনিও ৭১ বল খেলে করেন ১০৯ রান। চতুর্থ পজিশনে খেলতে নেমে মহম্মদ রিজওয়ান করেন ৫০ বলে ৪৪ রান। এই সকল ব্যাটসম্যানদের সমন্বয়ে নেপালকে ২৩৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য দিতে সক্ষম হয় পাকিস্তান। নেপালের হয়ে সম্পাল কামি ২ টি, কারান ১টি ও সন্দীপ লামিচানে ১টি উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি নেপাল। ১০৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। বলার মতো পারফরম্যান্স বলতে সেই সমপাল কামি। ৪৬ বল খেলে তিনি করেন ২৮ রান। আরিফ শেখ করেন ৩৮ বলে ২৬ রান।

পাকিস্তানের হয়ে বোলিংয়ে নজর কাড়লেন শাদাব খান। মাত্র ২৭ রান দিয়ে তিনি নেন ৪টি উইকেট। এছাড়াও শাহিন আফ্রিদি ২টি, নাসিম শাহ ১ টি, হারিস রউফ ১টি, মহম্মদ নওয়াজ নেন ১টি করে উইকেট নেন। অর্থাৎ, শনিবারের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে নেপালকে হারিয়ে বেশ কিছুটা আত্মবিশ্বাস অর্জন করে নিলো পাকিস্তান। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর