সম্প্রতি বলিউডের চর্চার শিখরে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সোমবারই ছিল সিদ্ধার্থের ৩৮তম জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন শেরশাহ-র অনুরাগীরা। কিন্তু সবচেয়ে আকর্ষণের বিষয় কিয়ারাও তাঁর ইনস্টা হ্যান্ডেলে বার্থডেবয় কে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সিদ্ধার্থের সঙ্গে কাটানো দুজনের কিছু সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন কিয়ারার সোশ্যাল মিডিয়াতে। তা দেখে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন তবে কী ‘শেরশাহ’ জুটির চার হাত এক হতে চলেছে?

প্রসঙ্গত, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে এই দুই তারকা চুপিসারে চুটিয়ে প্রেম করছেন। তাকে মান্যতা দিয়ে জন্মদিনের আবহে প্রেম যে আরও গাঢ় হল তা বেশ পরিষ্কার। এমনকি চলতি বছরেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হওয়ার আলোচনার কথাও শোনা যাচ্ছে। ঠিক হয়েও গিয়েছে নাকি বিয়ের জায়গাও। তবে তাঁদের অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করলে, বারবারই দুজনেই নিজেদের খুব কাছের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে সব জল্পনায় জল ঢেলেছেন।

উল্লেখ্য, কিয়ারার শেয়ার করা ছবিই বলে দিচ্ছে তাঁদের গভীর সম্পর্কের কথা। সেই ছবিতে দেখা যাচ্ছে পরস্পর পরস্পরের চোখের দিকে তাকিয়ে গভীর প্রেমের ডুব দিয়েছেন। ছবির ক্যাপশানও যেন তাঁদের ভালবাসার কিছুটা ইঙ্গিতই দিচ্ছে। কিয়ারা সেই ছবিতে লেখেন, ‘হে বার্থ ডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?’ তবে নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি সিদ্ধার্থ কিয়ারার দিকেই তাকিয়ে আছে। তাই তাঁদের রসায়ন নিয়ে বেশ খুশিই অনুরাগীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর