শুভেন্দু

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: ‘চোর’ স্লোগানে সরগরম বঙ্গ রাজনীতি


‘চোর’ স্লোগান ঘিরে বাড়ছে বিতর্কের আঁচ। আজ সকালেই ‘চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এরপর ধর্মতলায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করে শুভেন্দু বলেন, “আজ চোর শুনে আতঙ্কিত। বিধানসভার ভিতরে একটু আগে বলেছি।” এরপর শুভেন্দুর আরও বলেন, “আমার মুখ বন্ধ করতে পারবে না। আমাদের থামাতে পারবে না। মুখের উপর বলা হয়েছে চোর… চোর… চোর…।”

বিধানসভায় বিশৃঙ্খলা! মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই ওয়াকআউট বিজেপি বিধায়কদের

আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষে ঢুকতেই ‘চোর চোর’ স্লোগান দিতে দিতে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এরপর বিকেলে ধর্মতলায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা-অবস্থান মঞ্চ থেকে ফের ‘চোর’ স্লোগানে বিঁধলেন শুভেন্দু অধিকারী।

তবে এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময় চার রাজ্যের ভোটের ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ভোট জিতেছে লাড্ডু বিলোচ্ছে। আমাকে চোর বলছে। তোদের যা খুশি বল। বেল পাকলে কাকের কী?”

‘চোর’ স্লোগান বিতর্কে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিধায়কদের ‘পকেটমার’ বলে বিঁধলেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা নিজেরা চুরি করে তাঁরাই দূরে দাঁড়িয়ে এমন চোর বলে অন্যকে।” নাম না নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন, “যে সব থেকে বেশি চিৎকার করছে তাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে।”

এদিন ধর্মতলায় বিজেপির অবস্থান মঞ্চে বিজেপি বিধায়কদের পোশাকের সামনে ও পিছনে লেখা থাকতে দেখা যায় ‘মমতা চোর’।  ইভিএম নিউজ




		

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর