ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ হাতে গোনা  আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই  বাঙ্গালির নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ।  চৈত্র মাস পড়লেই রীতিনীতি মেনেই চলে পূন্যস্নান। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে ধরা পড়ল সেই ছবি। নিমাই তীর্থ ঘাট এবং তার পার্শ্ববর্তী ঘাট গুলোতে ছিল পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়। আর চৈত্র পড়লেই, পুরো মাস জুড়ে চলে  তারকেশ্বরের সন্ন্যাসী মেলা।

প্রত্যেক বছরের মতো  এই বছরেও বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে তারকনাথের  মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দেন লক্ষ লক্ষ মানুষ । ফলে রবিবার দুপুরের পর থেকেই  উপচে পড়েছে পূণ্যার্থীদের ভিড়।

কিন্তু আশ্চর্যের ব্যপার, চোখে পড়ছে প্রশাসনের গাফিলতি। ঘাটে নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড় গঙ্গার ঘাটে, অথচ নেই কোন  পুলিশি নিরাপত্তা ।

মানুষজন  বেপরোয়া ভাবে ওই গঙ্গার ঘাটে স্নান করতে নামছিলেন বলে অভিযোগও উঠেছে। ফলে যে কোনো সময়েই  ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা।  স্বাভাবিকভাবে পূণ্যার্থীদের  নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর