ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর: চুরির ৪ মাসের মাথায় গ্রেফতার অভিযুক্ত


জামুরিয়ায় চুরির ঘটনায় প্রতিবেশী দুই যুবককে গ্রেফতার করে জামুরিয়া থানা কেন্দা ফাড়ির পুলিশ। অবশেষে চুরির ৪ মাসের মাথায় গ্রেফতার হয় মূল অভিযুক্তরা।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ৬ তারিখ জামুরিয়া থানার হিজলগড়া গ্রামের চক্রবর্তী পাড়ার বাসিন্দা নীলকমল ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে চুরি হয়। সেই সময় গ্রামে ধর্মরাজ পূজা উপলক্ষে যাত্রা চলছিল। ঘরে তালা দিয়ে নীলকমল বাবু পরিবারের লোকজনকে নিয়ে যাত্রা শুনতে গিয়েছিলেন। রাত ১১টা ৫০ মিনিটে বাড়ি ফিরে দেখেন, বাড়ির সদর দরজার তালাভাঙ্গা। ভেতরে ঢুকে দু’তলার উপরের দুটি আলমারি ভেঙ্গে ২০০ গ্রাম সোনা, ২০০ গ্রাম রুপোর অলংকার ও নগদ ১৫ হাজার টাকা চুরি গেছে বলে জানান বাড়ির মালিক নীলকমল ভট্টাচার্য।

দার্জিলিংয়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’

যদিও সেই দিন গ্রামে যাত্রায় পুলিশ মোতায়েন থাকলেও নীলকমল বাবুর ঘরের পিছনের দেওয়াল টপকে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে চুরি করে বলে অভিযোগ পরিবারের।

জামুরিয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ ধৃতদের গ্রেফতার করে। অভিযুক্তদের জামুরিয়া থানায় নিয়ে এসে আসনসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার কুলদীপ সোনাওয়ানে জানান, পুলিশের সূত্র মারফত খবর অনুযায়ী শেখ বাবলু ও সেখ শাহীমকে গ্রেফতার করা হয়। ধৃতরা জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ১০৩ গ্রাম সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর