চিনকে কৌশলগত ভাবে টেক্কা দিতে গত কয়েকবছর যাবৎ উদ্যোগী হয়েছে ভারত সরকার। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গত দু দশক ধরেই চিন অত্যন্ত উন্নত মানের রাস্তা ও সেতু তৈরি করে চলেছে। সামরিকভাবে প্রয়োজনীয় এরকম আরও বেশ কিছু নির্মাণকার্য করে চলেছে চিনা সেনা। এবার ভারতও সীমান্ত বরাবর ১৩৫ কিলমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরির কাজে হাত দিয়েছে। সাম্প্রতিককালে ভারত চিন সম্পর্কের অবনতি ঘটেছে অনেকটাই। অরুণাচল, সিকিম, লাদাখ সিমান্তে দু দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার। অর্থাৎ ভারত চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। দুদেশের সেনা একাধিকবার বৈঠকে বসলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এমনকি কয়েক জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার তোয়াক্কা না করে, ভারতের জমি দখল করে রেখছে চিন, এই অভিযোগও উঠছে। যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে তার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে চাইছে ভারতীয় সেনা। তার জন্য সীমান্তে সামরিক প্রস্তুতি দরকার। সেনা সুত্রে খবর, জুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা, কিন্তু যুদ্ধ যদি সত্যিই বাধে তাহলে বর্তমান পরিস্থিতিতে লাল ফৌজ সুবিধাজনক অবস্থায় রয়েছে। তাই ভারতীয় ফৌজ কেও তৈরি থাকতে হবে। নতুন এই রাস্তাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তরে সিন্ধু নদ পর্যন্ত সেনাদের যাতায়াত এবং অস্ত্রশস্ত্র ও রসদ সিমান্তের সেনা ছাউনি গুলোতে সহজেই পাঠানো যাবে সড়কপথেই। ওই অঞ্চলে এখন বহু জায়গাতেই জওয়ানদের কাছে রসদ পৌঁছে দেওয়ার একমাত্র উপায় বিমান। খারাপ আবহাওয়ায় বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে রসদ সরবরাহ ব্যাহত হয়। এই সড়ক তৈরি হলে সে সমস্ত সমস্যা মিটবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর