ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ এবার কি নাম সংক্ষেপ করতে হবে আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা ফাস্টফুড রেস্তরাঁ চেইন কেএফসিকে? প্রশ্ন তুলে দিল দিল্লি হাইকোর্টের একটি মন্তব্য। ‘চিকেন’ শব্দটি ব্যবহারের ক্ষেত্রে কেএফসি কোনও একচেটিয়া অধিকার দাবি করতে পারে না। বুধবার এসংক্রান্ত একটি মামলা শুনানিতে এমনটাই জানালো, দিল্লি উচ্চতর আদালত।
আদালতের পর্যবেক্ষণ কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) ইন্টারন্যাশনাল হোল্ডিংস এলএলসি কর্তৃক “চিকেন জিঙ্গার” কে ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন করতে ট্রেডমার্কের সিনিয়র পরীক্ষকের প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করে এসেছে হাইকোর্টে। কেএফসির জনপ্রিয় এই বার্গার বহু ছোট-বড় রেস্তোরাঁই নিজেদের মেনুতে যোগ করেছে। ফলে ফুড ডেলিভারি অ্যাপে কেউ জিঙ্গার বার্গার সার্চ করলে (KFC) ছাড়াও বাকি সেই রেস্তোরাঁদের নামও চলে আসছে। সেই কারণেই তড়িঘড়ি নিজেদের মেনুর এই আইটেমকে ট্রেডমার্ক করতে চাইছে সংস্থা।
আদেশটি একপাশে রেখে, আদালত ট্রেডমার্ক রেজিস্ট্রিকে “চিকেন জিঙ্গার” চিহ্নের নিবন্ধনের আবেদনের বিষয়ে তিন মাসের মধ্যে বিজ্ঞাপনের সাথে এগিয়ে যাওয়ার এবং নিবন্ধনের বিরোধিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।
উল্লেখ্য, ট্রেডমার্কের সিনিয়র পরীক্ষক ডিসেম্বর ২০১৮ এ ট্রেডমার্ক আইনের ধারা ৯(১) (বি) এর অধীনে মার্কের নিবন্ধন প্রত্যাখ্যান করেছিলেন।
বহুজাতিক রেস্তোরাঁ চেইন জিঙ্গার, হট জিঙ্গার, পনির জিঙ্গার, জিঙ্গার ফেস্টিভ্যাল এবং টাওয়ার জিঙ্গার সহ অন্যান্য ট্রেডমার্কের নিবন্ধন ধারণ করে। অর্থাৎ, চিকেন এবং জিঙ্গার, শব্দ দু’টি পাশাপাশি লিখে অন্য কোনও রেস্তোরাঁয় বিক্রি করলে, সেক্ষেত্রে তারা আইনি জটিলতায় পড়তে পারে।