রাজীব ঘোষ, ১৬ সেপ্টেম্বর: চাষবাসের ধারণাই বদলে দিলেন কৃষকরা | লক্ষ লক্ষ টাকা রোজগার

কৃষি কাজের ধারণাটাই বদলে গিয়েছে। বর্তমানে কৃষি কাজ অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে (Technology Based Agriculture) তাই এই ক্ষেত্রে রীতিমতো পরিবর্তন আসতে শুরু করেছে। কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফে বিভিন্ন ধরনের কৃষি ঋণ-সহ আর্থিক সহায়তা করা হয়ে থাকে। বছরে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হয়। কিন্তু তারপরেও সেইভাবে কৃষি ক্ষেত্রে কোনও উন্নয়ন লক্ষ্য করা যায় না।

ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন

যদিও বর্তমানে প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিকাজ শুরু হওয়ায় মুষ্টিমেয় কিছু কৃষক সেই চাষবাসের কাজের পুরনো ধারণাটা বদলে দিয়েছেন। দেশের মধ্যে কৃষকেরা গুজরাট থেকে আলু ও গোয়ালিয়র থেকে শসা-সহ পাঁচ ধরনের সব্জির বীজ নিয়ে এসে সেই ফসলের চাষ করে যথেষ্ট ভালো আয় করছেন। এর আগে তারা একপ্রকার ধারাবাহিকভাবেই ধান, গম বা ভুট্টার ফসল উৎপাদন করতেন। তাতে সামান্য কিছু টাকা আয় হতো। এমনও পরিস্থিতি হয়েছে, চাষ করার পরে লোকসান হতে দেখা গিয়েছে। কিন্তু এবার এই ধরনের চাষ করে তারা যথেষ্ট আয় করতে পারছেন।

মেয়াদ প্রায় শেষের পথে | ২০০০ টাকার কতগুলি নোট ঘরে ফিরল?


এই প্রসঙ্গে দেশের বিহারের বেগুসরাই এলাকার কৃষকদের মধ্যে থেকে অনেকেই বলেন, তারা এই অর্থকরী ফসলের চাষ শুরু করেছেন। এক কৃষকের কথায়, তিনি ১৯৯৫ সাল থেকে সব্জি চাষ করেছেন। পাটনার আলু গবেষণা কেন্দ্রে আলুবীজ না পাওয়া গেলেও গোয়ালিয়র থেকে বীজ নিয়ে আসেন তিনি। গুজরাট থেকে শসার বীজ আসে। আর সেই সমস্ত বীজ ভালো মানের হওয়ায় ফলন বাড়ছে। কুমড়ো ও বেগুনের চাষ করছেন। এর ফলে বছরে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয় শুধুমাত্র কীটনাশক ও রাসায়নিক ওই জমিতে দেওয়ার জন্য।

মাসে ১৮ হাজার টাকা রোজগারের সুযোগ

প্রতিকূল আবহাওয়ার কারণে গত দুই বছরের সব্জি চাষে ক্ষতি হয়েছে। ওই কৃষকের কথায়, প্রতিমাসে এই ধরনের সবজি চাষ করলে ৭ জন শ্রমিকের কর্মসংস্থান করা যাচ্ছে। ৫ বিঘা জমিতে তিনি চাষের কাজ করছেন। ফলে বছরে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হচ্ছে। আর সেই উৎপাদিত ফসল থেকে প্রতিবছরে ১২ থেকে ১৫ লক্ষ টাকা রোজগার করতে পারছেন। পাশাপাশি তার অভিযোগ, কৃষি দফতরে গেলেও সরকারি প্রকল্পের ব্যাপারে সরকারি আধিকারিকরা সেই ভাবে কোনও খবর বা তথ্য দেন না।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর