ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রিসহ, রাজ্যের একাধিক শিক্ষাদফতরের কর্তারা। তদন্ত নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। আদালতের একের পর এক নির্দেশে, ইতিমধ্যেই কয়েকশো শিক্ষক আর অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। তারপরেও থামছে না অভিযোগ আর অশান্তি। এবার চাকরি হারানোর আশঙ্কায় আগে থেকে দেওয়া পাঁচলক্ষ টাকা ফেরত দেওয়ার দাবি করে, বাঁকুড়ার এক তৃণমূল নেতার নামে কে বা কারা ছড়িয়ে দিল পোস্টার। অবিলম্বে টাকা ফেরত না দেওয়া হলে, ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা হবে বলেও, চাঞ্চল্যকর ওই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাঁকুড়া সদর থানার পাতালখুরি গ্রামে এই পোস্টার নজরে করতেই মুহূর্তে জেলা রাজনীতিতে তৈরি হয়ে যায়, শাসক বনাম বিরোধীর রাজনৈতিক তরজা।

গ্রাম সূত্রে জানা গিয়েছে, আদালতের সাম্প্রতিক নির্দেশে রাজ্যের ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের তালিকায় বাঁকুড়ার পাতালখুরি গ্রামের তৃণমূল বুথ সভাপতি আদেশ চট্টোপাধ্যায় ও তাঁর ভাই উত্তমেরও নাম রয়েছে। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের পর, তৃণমূল নেতা তার ভাইয়ের চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে। কিন্তু গ্রামসূত্রে অভিযোগ নিজেদের তো বটেই, সেই সঙ্গে গ্রামেরই আরও একাধিক বাসিন্দাকে পাঁচলক্ষ টাকার বিনিময়ে গ্রুপ ডি কর্মীর চাকরি পাইয়ে দিয়েছিলেন, তৃণমূলের বুথ সভাপতি আদেশ চট্টোপাধ্যায়। যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে টাকা দিয়ে কারা চাকরি পেয়েছেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি। এমনকি আদালতের নির্দেশের কথা প্রকাশ্যে আসার পর থেকে, আদেশ ও তার ভাইকে গ্রামে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ। কাদের চাকরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে গ্রামের একাধিক এলাকায় লালকালিতে লেখা ওই পোস্টারকে নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে অভিযোগকারীদের নামের উল্লেখ না থাকলেও, চাকরির জন্য তৃণমূলনেতা আদেশ চট্টোপাধ্যায়কে যে চাকরি পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল, সেই ঘটনা নিয়েই জেলাজুড়ে শুরু হয়েছে, মুখরোচক আলোচনা। ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদলকে নিশানা করেছে, বাঁকুড়া জেলা বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কটাক্ষ, এখন গ্রামে পোস্টার পড়ছে। এরপর তৃণমূলনেতাদের বাড়িতেও এই পোস্টার পড়বে।

যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সাফাই কেউ অনৈতিক কাজ করলে, সেই দায় দলের নয়। আর অভিযুক্ত তৃণমূলের বুথসভাপতি আদেশ চট্টোপাধ্যায়ের পরিবারের দাবি, এটা একেবারেই রাজনৈতিক চক্রান্ত।

সিবিআই তদন্ত আর আদালতের একের পর এক চাঞ্চল্যকর রায়ের পরেও, নিয়োগ দুর্নীতি নিয়ে জেলায় জেলায় মাটির কাছে থাকা মানুষের ক্ষোভ যে মোটেই কমছে না, বাঁকুড়ার পাতালখুরি গ্রামের এদিনে ঘটনায় সেটাই যেন আরও একবার প্রমাণ হল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর