মাধব দেবনাথ, নদীয়াঃ ঘরের একপাশে কাঁদছে চার মাসের সন্তান। তার চোখের সামনেই নামানো হল মায়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান এলাকায়।
মৃত গৃহবধুর নাম সুপ্রিয়া বিশ্বাস বয়স আনুমানিক ২৪ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী সুমিত বিশ্বাস প্রতিদিনের মতোই সকালে কলকাতায় কাজে বেরিয়ে যান। প্রতিবেশী পরিবার খবর পায় ওই গৃহবধূ ঘরের দরজা খুলছে না, তখন তারা গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। আর সেখানেই তারা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গৃহবধুর দেহ। তড়িঘড়ি ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে। স্থানীয়রা জানায়, ওই গৃহবধুর একটি চার মাসের সন্তান রয়েছে। কোনও দিন পরিবারে অশান্তি হতেও প্রতিবেশীরা দেখেনি। তাই কি কারনে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে প্রতিবেশীদের মধ্যে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে গৃহবধূর আত্মঘাতীর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
