ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ তবে কি এবার গোটা বিশ্ব চালাবে ভারতীরাই? এবার ইউটিউবের সিইও সুজান ওজসিসকির কুর্সিতে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন । তবে কবে আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন নীল মোহন, সেটি এখনও জানা যায়নি।
আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন নীল মোহন। ১৯৯৬ সালে Accenture-এ কেরিয়ার শুরু করেছিলেন নীল। ২০১৫ সাল থেকে ইউটিউবে চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন নীল। পরবর্তীতে নেট গ্রাভিটি নামে একটি স্টার্প-আপে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ২০০৭ সালে DoubleClick-কে গুগল কিনে নেওয়ার পর বিভিন্ন বিজ্ঞাপনী কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীল।
এইপ্রসঙ্গে সুজান ওজসিসকি বলেন, দীর্ঘ ২৫ বছর কাটানোর পর আজ ইউটিউবের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমি। আমার লক্ষ্য ছিল একটা দুর্দান্ত নেতৃত্ব প্রদানকারী দল তৈরি করা । তাঁদের মধ্যে অন্যতম হলেন নীল মোহন। উনি ইউটিউবের এসভিপি এবং নয়া প্রধান হওয়াতে খুবই আনন্দিত।