ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: গাজায় সুরঙ্গ ভাঙতে স্পঞ্জ বোমা
এবার গাজায় হামাসের সুরঙ্গ ধ্বংস অভিযানে নামতে চলেছে ইজরায়েল। কার্পেট বম্বিং- এর মাধ্যমে ধ্বংস করার মাষ্টার প্ল্যান ছকে ফেললো নেতানিয়াহু। আর যে বোমার মাধ্যমে ওই সুরঙ্গ- জাল ধ্বংস করা হবে তার নাম দেওয়া হয়েছে স্পঞ্জ বোমা। যে কয়েকজন ইজরায়েলি পন বন্দী হামাসের ডেরা থেকে মুক্তি পেয়েছে তারাই বর্ণনা দিয়েছে গাজা জুড়ে সুরঙ্গ জালের।
পুলিশের জালে ক্রিকেট বেটিং চক্রের মূল পাণ্ডা
সমুদ্র উপকূলে অবস্থিত গাজা ষ্ট্রীটে মাটির গভিরে হামাস তৈরি করেছে মাকড়সার মতো সুরঙ্গ- জাল। সেখানে পন বন্দীরাই নয়, রাখা আছে অত্যাধুনিক অস্ত্র এমনকি মানব বোমাও। ইতিমধ্যেই ইজরায়েল সেনা তাদের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বহু সুরঙ্গেরই খোঁজ পেয়েছে। হামাস নেতা ইহেয়া আল- সিনওয়ার দাবি করেছেন গাজার মাটির নিচে রয়েছে ৭০০ কিলোমিটার সুরঙ্গ- জাল। ইজরায়েলি সেনারা নাকি ১০০ কিলোমিটার সুরঙ্গ ধ্বংস করেছে।
হামাস নেতার মতে, ইজরায়েলের ওই দাবি সত্য নয়। তবে, স্পঞ্জ বোমা ফেলা হলে তা প্রথমে ফোম তৈরি করবে। এর পরেই দ্রুত তা কঠিন হয়ে যাবে ফলে সুরঙ্গের পথগুলি বন্ধ হয়ে যাবে। সহজে ওইগুলি আর খোলা যাবেনা। এইধরনের বোমায় কোন বিস্ফোরক থাকে না। ইজরায়েল এই সমস্ত সুরঙ্গ- জাল বন্ধের জন্যে প্রস্তুত। ইভিএম নিউজ