সাগর

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। সেই মেলার প্রস্তুতিতে নবান্ন বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা আয়োজনে যুক্ত এমন সমস্ত দফতরের আধিকারিক ও মন্ত্রীদের দুপুর ১২টায় নবান্ন সভাঘরে উপস্থিত থাকতে বলা হয়েছিল আগে থেকেই। সেইমতোই আজ শুরু হয়েছে বৈঠক ৷

জঙ্গি হামলায় কোমায়, এরপর ৮ বছরের লড়াই শেষে শহিদ কর্নেল

এবছর মেলায় রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান ৷ ১২-১৫ জানুয়ারি সাগরদ্বীপে লাখ লাখ মানুষ পুণ্যস্নান করতে আসবেন। তবে প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রস্তুতি দেখতে নিজেও গঙ্গাসাগরে যান ৷ তাছাড়া মেলার সময় প্রতিটি বিষয়ের তত্ত্বাবধানে একাধিক প্রবীণ মন্ত্রীকেও পাঠান সাগরে। নিজে নবান্ন থেকে পরিস্থিতির উপর নজর রাখেন। সেই মতো এবারও বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার বেলা ১২টায় নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে রাজ্য সরকারের তরফে। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারের তরফে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে। এছাড়াও ১৮টি দফতরের সচিবদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলার সঙ্গে সরাসরি যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও ওই বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠানো হয়।

গঙ্গাসাগর মেলার আয়োজনে সিংহভাগ কাজ করে থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। কিন্তু মেলা আয়োজনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সব দফতরের সম্মিলীত উদ্যোগ চান। বৈঠকে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তকে, এ ছাড়াও বৈঠকে আমন্ত্রণ পেয়ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতিকে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে জেলা প্রশাসন যাতে হাতে হাত মিলিয়ে গঙ্গাসাগর মেলার আয়োজন করতে পারে সেই কারণেই জেলা পরিষদের সভাধিপতিকে এই বৈঠকে ডাকা হয়েছে। এবার বৈঠকে কোন কোন বিষয়ে জোর দেওয়া হয় সেটাই এখন দেখার ৷ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর