খেলা

ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: খেলা ছাড়লেও সেনায় ধোনি 

পাকাপাকিভাবে ক্রিকেট ছাড়লে তিনি বেশি সময় কাটাবেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। একটি অনুষ্ঠানে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন ভারত অধিনায়ক হেলিকপ্টার শটের স্রস্টা মহেন্দ্র সিং ধোনি বলেন, এখনো তিনি আইপিএল খেলছেন। কবে খেলা ছাড়বেন সে প্রশ্নের উত্তর দেননি।

রাজ্য পেলো আরও একটি চিড়িয়াখানা | ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এমনকি এবার থেকে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন কিনা তাও জানা নেই। তবে, এটা নিশ্চিত যে তিনি খেলা থেকে অবসর নেওয়ার পর ব্যাট, প্যাড, গ্লাভস খুলে রাখলেও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তিনি আরও বেশি সময় কাটাবেন। এই কাজটাই তাঁর বহুদিন যাবত করা হয়নি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায়। উল্লেখ্য, ইতিমধ্যেই ধোনিকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক উচ্চপদ দেওয়া হয়েছে। তিনি তার পরেই খেলার ফাঁকে সেনার পোশাক পরে সীমান্তে তালিম নিয়েছেন।

সেনাবাহিনীর সঙ্গে মার্চ পাসেও যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ মোকাবিলার তালিমও নিয়েছেন ধোনি। কিন্তু ২০২৩ সালে তিনি ভারতীয় ক্রিকেট দলের পারফর্মেন্স নিয়ে ভাবনায় ছিলেন। বিশ্বকাপ ক্রিকেটে ভারতের পরাজয় তাঁর ভালো লাগেনি। চেয়েছিলেন ভারত আনবিটেন চ্যাম্পিয়ন হোক। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর