তৃণমূল
ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: ‘খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর


বাঁকুড়ার বিজেপি নেতা শুভদীপ মিশ্রর মৃত্যুর ঘটনায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ঝুলন্ত দেহের হাত কেন পিছনে গামছা দিয়ে বাঁধা? এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলায় এবার দেদারে ফাটবে দোদমা, চকলেট বোমা!
বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল, তাই পুলিশ এই ঘটনায় প্রমাণ নষ্ট করতে তৎপর থাকবে। তাই এই ঘটনায় সিবিআই তদন্ত প্রয়োজন। এদিকে বিজেপি নেতা শুভদীপ মিশ্রর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িও।
ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিজেপি নেতা তথা পঞ্চায়েতের প্রার্থীকে আসলে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু।
https://twitter.com/SuvenduWB/status/1722115735353471285?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1722115735353471285%7Ctwgr%5Eb3b4394324e8be1a45411ff01fb619173b5eecf4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fsuvendu-adhikari-demands-cbi-probe-in-bankura-bjp-leaders-death-943561.html

ঘটনার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের দিকেই অভিযোগের তির ছুড়েছেন শুভেন্দু। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাঁকুড়ার পুলিশ সুপারের কী ভূমিকা আছে, তা খতিয়ে দেখা উচিৎ বলে মত প্রকাশ করেন তিনি।

বুধবার সকালে বাঁকুড়ার নিধিরামপুর গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই নেতা শুভদীপ মিশ্রর দেহ উদ্ধার হয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করছে, এক মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে খুন হয়ে থাকতে পারেন শুভদীপ মিশ্র ওরফে দীপু। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিবাহিতা ওই মহিলার পরিবার বারবার দীপুকে প্রাণে মারার হুমকি দিত। ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর