ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: খাস কলকাতার বুকে পথ দুর্ঘটনায় ফের মৃত্যু
ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। সোমবার সকাল সাড়ে ৭ তা নাগাদ।বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে তিনজন। পুলিশ সূত্রে খবর সোমবার সকালে একটি গাড়ি ইউ টার্ন নিয়ে আর জি কর হসপিটালের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোরে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় দোকানদারের মৃত্যু হয়।
প্রয়াত বর্ষিয়ান নেতা বাসুদেব আচারিয়া
দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তারা ঘাতক গাড়ির চালককে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ওই ঘাতক গাড়ির চালককে আটক করে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে কিভাবে এইরকম ঘটনা ঘটলো তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির কাছে জানতে চান। এর আগেও এরকম দুর্ঘটনার জেরে পথ নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। আরো একবার এই দুর্ঘটনার ফলে পথ নিরাপত্তা নিয়ে মানুষের মনের সংশয় সৃষ্টি হয়েছে। ইভিএম নিউজ