ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ। ১৮ ঘণ্টা পর নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ফের টাকার পাহাড় | ৪১৭ কোটি টাকা উদ্ধার
শনিবার সন্ধ্যায় কেষ্টপুর এলাকায় সেতুর উপর থেকে বাগজোলা খালে পড়ে তলিয়ে যায় এক যুবক। তার প্রায় ১৮ ঘণ্টা পরে বাগজোলা খাল থেকে উদ্ধার করা হল নিখোঁজ যুবকের দেহ। রবিবার যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারের পর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতম মল্লিক। ঘটনা ঘিরে শনিবার রাতে বিধাননগরপুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, গৌতম একাই থাকতেন।
স্থানীয় পুরপ্রতিনিধি মণীশ মুখোপাধ্যায় জানান, যদিও রাতে দেহ মেলেনি। এ দিন সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী ফের নৌকা নিয়ে খালে নামে। জলে স্পিডবোটের ঢেউ ওঠার পরেই ওই যুবকের দেহ দেখা যায়। যেই সেতু থেকে তিনি পড়ে গিয়েছিলেন, তার খানিক দূরেই মেলে তাঁর দেহ।
এই ভাবে খালে পড়ে মৃত্যুর ঘটনা ওই এলাকায় ঘটেনি বলেই পুলিশকে জানিয়েছে স্থানীয় মানুষ। এটি নেহাতই দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তদন্ত চালাচ্ছে পুলিশ। ইভিএম নিউজ