জঙ্গল

ব্যুরো নিউজ, ২ ডিসেম্বর: খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে জনবসতি এলাকায় হাতির দল

 

গজলডোবা সংলগ্ন বৈকন্ঠ‍্যপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের গেটবাজার এলাকায় দেখতে পাওয়া গেলো চারটি হাতি। সেই হাতি গুলিকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি পর্যটকদের মধ্যে। শুক্রবার বিকেল থেকে শিকারপুর জঙ্গলের করলা নদীতে চারটি হাতি দেখতে পাওয়া যায়। যার মধ্যে ছিল একটি ছোটো হাতিও।

গজলডোবায় “ভোরের আলো” সংলগ্ন এলাকায় হাতির দল দেখতে পেয়ে উৎসাহিত পর্যটকেরা। ভীড় জমান স্থানীয়রাও। করলার ব্রিজের থেকেই দাড়িয়ে কাউকে সেলফি তো আবার কাউকে মুঠো ফোনে ছবি তুলতে দেখা যায়। সন্ধ্যায় জঙ্গলের ভিতরে চলে যায় হাতির দলটি।

সামনেই খিচুড়ি! বালতি বালতি খিচুড়ি লুট

অন্যদিকে, জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তার চর এলাকায় প্রায় প্রতিদিনই হাতির হানায় অতিষ্ট গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য, জঙ্গলে খাবারের অভাব থাকায় শীত পড়তেই বিভিন্ন জায়গায় দেখা মিলছে হাতির পালের। চর এলাকায় ধানক্ষেতে প্রায় প্রতিদিন হাতি আসছে বলে জানান গ্রামবাসীরা। রাতে মাঠের ধান খেয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল। কখনো কখনো ভোরের দিকে বের হলে পথ ভুলে অন্যদিকে চলে যাওয়ার কারণে সকালে হাতির দলকে তিস্তা সংলগ্ন এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে।

 

কিছুদিন আগে তিস্তা নদীর বুকে সার দিয়ে দাঁড়িয়ে ছিল ২০ টি হাতির একটি পাল। স্থানীয়দের ক্ষোভ, মাঠের ধান হাতি খেয়ে গেলেও বনদপ্তেরর তরফে মিলছে না কোন ক্ষতিপূরণ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর