অরূপ পালঃ আই এস এল টুর্নামেন্টে আপাতত ষোলো ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। যারা সতেরো ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিল এর একেবারে সর্বনিম্ন স্থানে রয়েছে। ফলে বুধবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই টা হল নবম স্থানের সঙ্গে একাদশ স্থানের। আগের ম্যাচে কেরালা ব্লাস্টারসকে হারানোর পর কিছুটা হলেও মনোবল বৃদ্ধি পেয়েছে দলটার । এবার ঘরের মাঠে লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের টার্গেট নর্থ ইস্ট ইউনাইটেড কে হারানো। ঘরের মাঠে শেষ ম্যাচ জিতলেও , ম্যাচ শেষে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারবেন না ইস্টবেঙ্গল ফুটবলার মোসাবির রহমান। পরস্পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারবেন না ভিপি সুহেলও । এছাড়া দলে রাখা হচ্ছে না ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি কে। তবে কে আছে, কে নেই তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের এই ম্যাচেও তিন পয়েন্ট নিয়ে স্টিফেনের দল মাঠ ছাড়তে পারে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। টানা দুটি ম্যাচে জয়ের জন্য স্টিফেন তাকিয়ে রয়েছেন ক্লিইটন সিলভা, জ্যাক জাভিস এবং অ্যালেক্স লিমার দিকে। কিন্তু সমর্থকদের ভরসা গোল মেশিন ক্লিইটন।